শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদনের সময় বাড়ল

0

তুন করে এমপিও কোড পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করতে আবেদন জমা দেওয়ার সময় বাড়িয়েছে সরকার।

২২ থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে বিশেষ এ আবেদন জমা দেওয়া যাবে জানিয়ে গতকাল নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নতুন এমপিও পাওয়ায় ২৫৫০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতন দিতে ২৯ ও ৩০ এপ্রিল দুটি আদেশে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) কোড দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর মাউশি এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত হতে প্রথমে ২ মের মধ্যে অনলাইনে আবেদন করার নির্দেশ দেয়। পরে তা বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।

নতুন নির্দেশনায় মাউশি বলছে, এমপিও পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও কোড বরাদ্দ দিয়ে ওইসব প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছিল। এরপর দুই দফায় সে সময় বাড়ানো হয়।

এ অবস্থায় এখনও যারা আবেদন করতে পারেননি বা যাদের আবেদন বাতিল হয়েছে, তাদেরকে এ মাসের মধ্যে এমপিওভুক্তির আবেদন অনলাইনে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে মাউশি।

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২২ মে থেকে আবেদন জমা দিতে পারবেন। এসব প্রতিষ্ঠানের প্রধানদের ৩১ মের মধ্যে নিজ প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষক-কর্মচারীদের অনলাইনে স্বয়ংসস্পূর্ণ এমপিও আবেদন সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠাতে হবে।

এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসব আবেদন ৪ জুনের মধ্যে নিষ্পত্তি করে জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠাবেন। জেলা শিক্ষা কর্মকর্তা ৮ জুনের মধ্যে তা নিষ্পত্তি করে মাধ্যমিকের আঞ্চলিক উপ-পরিচালককে পাঠাবেন। আঞ্চলিক উপ-পরিচালককে ১৫ জুনের মধ্যে আবেদন নিষ্পত্তি করে তা ইএমআইএস সেলে পাঠাতে হবে।

কলেজগুলোর শিক্ষকরাও ২২ মে থেকে আবেদন করতে পারবেন। অধ্যক্ষরা ২ জুনের মধ্যে নিজ প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষক-কর্মচারীদের অনলাইনে স্বয়ংসস্পূর্ণ এমপিও আবেদন সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালককে পাঠাবেন। আঞ্চলিক পরিচালককে ১৫ জুনের মধ্যে তা নিষ্পত্তি করে ইএমআইএস সেলে পাঠাতে হবে।

অনলাইনে এমপিও আবেদন নিষ্পত্তি, অনুমোদন বা প্রক্রিয়াকরণের কোনো পর্যায়ে শেষ সময়ের জন্য অপেক্ষা না করার পরামর্শ দিয়ে মাউশি বলছে, অনলাইনে আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের তা দ্রুত যাচাই-বাছাই করে নিষ্পত্তি করতে হবে।

২০১৯ সালের ২৩ অক্টোবর ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করে সরকার। ওইসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতনের অংশ দিতে এমপিও কোড দেওয়া হয়। এর আগে সবশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়।

এমপিও বা মান্থলি পেমেন্ট অর্ডারের তালিকাভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা তাদের বেতনের একটি অংশ সরকার থেকে পান।

নতুন এমপিও পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্ত হওয়ার পর ২০১৯ সালের ১ জুলাই থেকে বেতন-ভাতা পাবেন।

Share.