উজ্জ্বল ত্বক বাড়ায় আত্মবিশ্বাস, এজন্য খেতে পারেন যেসব খাবার

0

সুস্বাস্থ্য ডেস্ক: গায়ের রঙ যেমনই হোক, মসৃণ ও উজ্জ্বল ত্বক আত্মবিশ্বাস বাড়ায়। সৌন্দর্য বিশেষজ্ঞ থেকে শুরু করে চিকিৎসক, কেউই এ কথা অস্বীকার করেন না। তবে এমন কিছু খাবার আছে, যা খেলে এবং মুখে মাখলে ত্বকের অনেকাংশ উজ্জ্বল দেখায়।

দেখে নিতে পারেন এমন কয়েকটি খাবার

অলিভ অয়েল- ত্বকের ময়েশচারাইজার হিসেবে কাজ করে অলিভ অয়েল। সূর্যাস্তের পর বাইরে বেরোলে হালকা করে অলিভ অয়েল মেখে বেরোতে পারেন। রাতে শোয়ার আগে নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারেন। মেকাপ ধোয়ার জন্য খুব ভালো কাজ করে অলিভ অয়েল।

বেসন ও দুধ- দুধে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকায় ত্বকের পুষ্টির জন্য এটি ভালো। দুধ মাখলে ত্বক অনেকটা নরমও হয়। দুধের সঙ্গে একটু বেসন মিশিয়ে সারা মুখে ম্যাসাজ করলে দূষণের কারণে মুখে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে।

কফি ও নারকেল তেল- মুখ ও দেহে স্ক্রাব তৈরির ক্ষেত্রে কফির গুড়ার সঙ্গে নারকেল তেলের মিশ্রণ কাজে দেবে। তবে স্ক্রাব তৈরির জন্য এটি ঘনঘন ব্যবহার করা যাবে না। আর চোখের আশেপাশে স্ক্রাব করবেন না। সপ্তাহে দু’বার কফি গুড়ার সঙ্গে নারকেল অথবা কাঠ বাদামের তেলের মিশ্রণ দিয়ে স্ক্রাব করলে দেহের ডেড সেল সজীব হবে।

দই- ড্রাই স্কিন অর্থাৎ শুষ্ক ত্বকে দই খুব উপকারী। দইয়ের সঙ্গে মধু, বেসন ও হলুদের মিশ্রণ তৈরি করে ১০ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। দেখবেন ত্বক একেবারে সতেজ দেখাবে।

পেপে- মুখে মেচতা দূর করতে পেপে বেশ কার্যকরী। পেপে স্ম্যাশ করে ঘন পেস্ট বানিয়ে ২০ মিনিটের মতো মুখে লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

টমেটো- মুখের ডার্ক স্পট দূর করতে টমেটো উপকারী।

Share.