ভিডিও কমিউনিকেশনসের বিরুদ্ধে গোপনীয়তা বিষয়ক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) চেয়ারম্যান জোসেফ সিমন্স। খবর বার্তাসংস্থা রয়টার্স।
সম্প্রতি জুম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রতিনিধি জেরি ম্যাকনার্নি। নিবন্ধিত ও অনিবন্ধিত গ্রাহকের সংগৃহীত ডেটা ও নিবন্ধিত জুম গ্রাহকরা যে রেকর্ডিং করছেন সেগুলো ক্লাউডে মজুদ করা হয়ে থাকতে পারে, বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করে জুমকে চিঠি দিয়েছেন ম্যাকনার্নিসহ আরও কয়েক আইনপ্রণেতা।
গতকাল আইনপ্রণেতাদের সঙ্গে টেলিকনফারেন্সের এ শঙ্কার বিষয়টি উল্লেখ করেছেন সিমন্স। জুমের বিষয়ে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সিমন্স বলেন, সংস্থাটি অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে নেয়।
বিশ্বজুড়ে করোনাভাইরাসজনিত লকডাউনের সময় বেশ জনপ্রিয় হয়েছে জুম। শিক্ষা বা অফিসের কাজের জন্য অ্যাপটি ব্যবহার করছেন বিশ্বের কোটি কোটি কর্মী ও শিক্ষার্থী।
অ্যাপটি নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। অ্যাপটির ব্যবহার নিষিদ্ধ করেছে অনেক প্রতিষ্ঠান।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন না থাকায় ও ‘জুমবম্বিংয়ের’ কারণে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে ভিডিও কনফারেন্সিং সেবাটি। ত্রুটির কারণে আমন্ত্রিত নন এমন গ্রাহকও সভায় ঢুকে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে। ♦