মহামারি করোনাভাইরাসের কবলে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা কাহিল। এর তাণ্ডব থামছেই না। কার্যকর ভ্যাকসিন পুরোপুরি নির্মূল করবে কোভিড-১৯, এমন আশা স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
তাই বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানী ও গবেষকরা প্রাণঘাতী এ নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির নিরলস চেষ্টা করছেন।
করোনার সম্ভাব্য একটি ভ্যাকসিনের জন্য কাজ করছেন তারা।
ক্লিনিক্যাল ট্রায়ালের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিনের পরীক্ষা-নিরীক্ষা করবে। ফল যাচাইয়ের পর মিলবে চূড়ান্ত অনুমোদন। এ কাজও অনেক সময়সাপেক্ষ। অন্তত দেড় থেকে দুই বছর কিংবা কয়েক বছরও লেগে যেতে পারে একটি চূড়ান্ত ভ্যাকসিন পেতে।
এর আগে তাই দেখে নিতে পারেন চারটি ভ্যাকসিনের বর্তমান অবস্থা। এ চার ভ্যাকসিনে করোনা জয়ের স্বপ্ন…
১. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন। নাম চ্যাডক্স১ এনকোভ-১৯।
২. যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক মডার্না ভ্যাকসিন। নাম এমআরএনএ-১২৭৩।
৩. বেইজিংয়ের সিনোভ্যাক বায়োটেক। নাম পিকোভ্যাক।
৪. যুক্তরাস্ট্রের ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন। নাম বিএনটি১৬২। ♦