আগে করোনা আক্রান্তদের সাহায্যের জন্য প্রায় নয় কোটি টাকা দিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবর তারকা লিওনেল মেসি। এবার দিলেন প্রায় পৌনে পাঁচ কোটি টাকা।
করোনাভাইরাস ছোবল হেনেছে আর্জেন্টিনাতেও। দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৩১৪ জন, আক্রান্ত ৬,২৬৫। এ অবস্থায় দেশের মানুষের জন্য প্রাণ কাঁদছে লিওনেল মেসির। নিজের সাধ্যমত ভাইরাসের প্রকোপ কমাতে সাহায্য করে যাচ্ছেন বার্সা তারকা।
নিজের দাতব্য সংস্থা ‘লিওনেল মেসি ফাউন্ডেশন’ এর মাধ্যমে আর্জেন্টিনার করোনা তহবিলে প্রায় পৌনে পাঁচ কোটি টাকা দান করেছেন মেসি। ‘টুগেদার ফর দ্য হেলথ অব আর্জেন্টিনা (আর্জেন্টিনা স্বাস্থ্য সুরক্ষায় সবাই একতাবদ্ধ)’ নামক এ তহবিল চালাচ্ছে গারাহান ফাউন্ডেশন নামের এক সংস্থা। মেসির টাকা যেন সঠিক খাতে ব্যয় করা হয়, সেটার তদারকি করবে তাঁরা।
আপাতত জানা গেছে, ছয় হাসপাতালের করোনা রোগীদের সেবা দেওয়া হবে মেসির টাকা দিয়ে। ♦