যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর এন্থনি ফাউচি স্বেচ্ছায় সাবধানতামূলক পদক্ষেপ হিসাবে ১৪ দিনের কোয়ারান্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেনI এর আগে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন আরেকজন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর রবার্ট রেডফিল্ডI
ডক্টর ফাউচির দেহে কোন সংক্রমণ ধরা পড়েনি।
তিনি জানান, হোয়াইট হাউসের সংক্রমিত এক ব্যক্তির কিছুটা সংস্পর্শে তিনি আসেনI তাই তিনি সিএনএন কে জানান যে, স্বেচ্ছায় এ সতর্কতামূলক সিদ্ধান্ত নিয়েছি। ♦