দেখে নিন মাইক্রোসফটের কয়েকটি নতুন পণ্য

0
হামারি করোনাভাইরাস থামাতে পারেনি না মাইক্রোসফটকে। টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি এ করোনাকালেও বেশ কয়েকটি নতুন পণ্য উন্মোচন করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে শক্তিশালী চিপসেটের উইন্ডোজ ১০ সারফেস বুক ৩, সারফেস গো ২ এবং নতুন হেডফোন ও এয়ারবাডস।

সারফেস গো ২
২০১৮ সালে উন্মোচন করা সারফেস গো এর মতোই এটি। এ কম্পিউটারের অন্যতম উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া। তাই এর দাম শুরু হয়েছে ৩৯৯ মার্কিন ডলার থেকে। যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি শুরু হবে ১২ মে থেকে।

সারফেস বুক ৩
উচ্চ ক্ষমতাসম্পন্ন সারফেস বুক ৩ আনা হয়েছে মূলত গ্রাফিক ডিজাইনার, ডেভেলপার ও পেশাগত ব্যবহারকারীদের জন্য। এর দাম শুরু ১৫৯৯ ডলার থেকে। ২১ মে থেকে এটি বাজারে পাওয়া যাবে।

সারফেস হেডফোন
দ্বিতীয় প্রজন্মের সারফেস হেডফোন এনেছে মাইক্রোসফট। নয়েজ ক্যানসেলিং হেডফোনটিতে রয়েছে ১৩ লেবেল পর্যন্ত নয়েজ ক্যানসেল করার সুবিধা। এর ব্যাটারি লাইফ তুলনামূলক বেশি। এটি প্রথম অবস্থায় শুধু কালো রঙে আনা হচ্ছে। ১২ মে থেকে এর বিক্রি শুরু হবে। দাম ২৪৯ ডলার।

সারফেস এয়ারবাডস ডক ২
মাইক্রোসসফট নতুন করে এয়ারবাডস ডক ২ এনেছে। আসলে এ এয়ারবাডস গত অক্টোবরে আনার কথা থাকলেও তা পিছিয়ে যায়। দাম ২৬০ ডলার।

ইউএসবি-সি ট্র্যাভেল হাব
প্রফেশনাল ট্রাভেলারদের জন্য এটি এনেছে মাইক্রোসফট। এর দাম ১০০ ডলার।

Share.