করোনাভাইরাস: সাত ধরনের মানুষ ভুয়া তথ্য ছড়ায়

0
রোনাভাইরাসের তাণ্ডব সারা বিশ্বে যেমন দ্রুত ছড়িয়েছে, তেমনি ভাইরাসটি নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে লাগামহীন ষড়যন্ত্র তত্ত্ব, ভুয়া তথ্য ও নানা জল্পনা। কিন্তু কারা শুরু করছে এসব গুজব? কারাই বা ছড়াচ্ছে এগুলো?

এ মহামারির সময় বিবিসি এধরনের কয়েকশ ভুয়া তথ্য তদন্ত করেছে। এর থেকে বিবিসি মনে করছে সাত ধরনের মানুষ মিথ্যা খবর শুরু করে ও ছড়ায়। দেখে নিতে পারে এদের

* রসিক বা ভাঁড়
* প্রতারক
* রাজনীতিক
* ষড়যন্ত্র তত্ত্ববাদী
* ভেতরের লোক
* আত্মীয়স্বজন
* তারকা

Share.