বিশ্ব অর্থনীতি: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের মধ্যে কৃষ্ণাঙ্গদের হার বেশি থাকার বিষয়টিকে দেশটির অনেকে সহজভাবে নিয়েছে। খবর বিবিসি।
শিকাগো, নিউ অরলিন্স, লাস ভেগাস শহর, ম্যারিল্যান্ড ও সাউথ ক্যারোলিনা এখন জাতিসত্বার ভিত্তিতে করোনাভাইরাস সংক্রান্ত তথ্য আলাদা করে প্রকাশ করছে। এসব স্থানে কৃষ্ণাঙ্গদের আক্রান্ত হওয়া ও মৃত্যুর হার তুলনামূলক বেশি।
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের সঙ্গে বৈষম্য এর একটি অন্যতম প্রধান কারণ হতে পারে। এর বাইরেও সম্ভাব্য কিছু কারণে কৃষ্ণাঙ্গরা বেশি আক্রান্ত হয়ে থাকতে পারে। বিশেষ করে অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে যারা রয়েছেন, তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
শিকাগোয় করোনাভাইরাসে মারা যাওয়া মানুষের ৬৮% আফ্রিকান আমেরিকান, যেখানে পুরো শহরের জনসংখ্যার মাত্র ৩০% তারা।
আফ্রিকান আমেরিকান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের অধিকাংশের হৃদরোগ, ডায়বেটিস, শ্বাসকষ্ট বা অতিরিক্ত ওজনের সমস্যা ছিল।
বিশেষজ্ঞরা মনে করেন, আফ্রিকান আমেরিকানদের মধ্যে শ্বেতাঙ্গদের চেয়ে বেশি মাত্রায় স্বাস্থ্য সমস্যা থাকাও একটি কারণ।