করোনা ভাইরাসের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ। এমন মানুষ ছড়িয়ে রয়েছেন দেশজুড়ে। তাই শুধু রাজধানীকেন্দ্রিক অসহায় মানুষের জন্য-ই নয় দেশের বিভিন্ন স্থানে এমন মানুষদের সহায়তা করছে বিবিএস কেবলস্ লিমিটেড।
এরই ধারাবাহিকতায় এবার ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় দরিদ্র ও স্বল্প আয়ের সাড়ে তিন হাজার পরিবারকে পুরো রমজান মাসের বাজার ঘরে পৌঁছে দেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিবিএস কেবলস্।
প্রাথমিকভাবে দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, হাফ লিটার ভোজ্যতেল ও ১টি সাবানসহ বিপুল পরিমাণ উপহার সামগ্রী সরবরাহ করা হচ্ছে।
প্রসঙ্গত এর আগে গত মাসের শেষ সপ্তাহে বিবিএস কেবলস্ লিমিটেড দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান হাসপাতাল, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক সেবাদানকারী প্রতিষ্ঠান থানা ও অন্যান্য সরকারি অফিস প্রতিনিধির কাছে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (পিপিই, মাস্ক ও হ্যান্ড গ্লোভস) হস্তান্তর করেছে।
এভাবে করোনাভাইরাসের (কোভিড- ১৯) বিরুদ্ধে লড়াইয়ে দেশ ও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বিবিএস কেবলস্ কর্তৃপক্ষ। ♦