আশার আলো ইতালিতে, একদিনে সর্বনিম্ন মৃত্যু

0
রোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর একটি ইতালি। তবে সে পরিস্থিতি কিছুটা হলেও কাটিয়ে উঠছে দেশটি। সম্প্রতি দেশটিতে মৃত ও আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। প্রায় দুই মাসের মধ্যে গতকাল একদিনে সবচেয়ে কম মৃত্যু ঘটেছে সেখানে।

ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৭৪ জন।

শনিবার দেশটিতে করোনায় ৪৭৪ জনের মৃত্যু হলেও রোববার তা নেমেছে ১৭৪ জনে। ১০ মার্চের পর ইতালিতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে এত কম মানুষের মৃত্যু হয়নি। সে হিসাবে প্রায় দুই মাসে এ সংখ্যা সর্বনিম্ন।

শুধু করোনার সংক্রমণে রেকর্ড সর্বনিম্ন মৃত্যু নয় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যাও অনেকটা কমেছে ইতালিতে। শনিবার দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৯০০ জন। এর আগে শুক্রবার তা ছিল ২ হাজারের বেশি। কিন্তু রোববার আক্রান্ত বেড়েছে ১ হাজার ৩৮৯ জন।

ইতালিতে করোনার প্রাদুর্ভাবে প্রথম মৃত্যু হয় ২১ ফেব্রুয়ারি। এরপর মহামারি কোভিড-১৯ এ দেশটিতে প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৮৮৪ জন, যা যুক্তরাষ্ট্রের ৬৮ হাজারের পর দ্বিতীয় সর্বোচ্চ।

ইতালিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা এখন ২ লাখ ১০ হাজার ৭১৭ জন। এ হিসেবে গোটা বিশ্বে আক্রান্তের দিক দিয়ে তৃতীয় সর্বোচ্চ। সাড়ে ১১ লাখ আক্রান্ত নিয়ে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা ইউরোপের আরেক দেশ স্পেনে; ২ লাখ ৪৭ হাজারের কিছু বেশি।

Share.