‘সুপারহিরো’ নিউইয়র্কের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

0
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) অভাব ছিল শুরুতে। ছিল না পর্যাপ্ত মাস্কও। কিন্তু সেসবের তোয়াক্কা করেননি নিউইয়র্কের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। মানবসেবার ব্রত নিয়ে নিউইয়র্কের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মিরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের নজিরবিহীন সেবা দিয়ে যাচ্ছেন। এ কারণে নিউইয়র্কবাসীর কাছে তারা এখন ‘সুপারহিরো’। খবর নিউ ইয়র্ক টাইমস।

পিপিই ও মাস্কের তীব্র সঙ্কটের পরও নিউইয়র্কের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যখন পেরে উঠছিলেন না, তখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিজ পরিবারকে রেখে ছুটে গেছেন নিউইয়র্কে। অনেকে নিজের খরচে থেকেছেন বিভিন্ন হোটেলে। অনেকে রাত কাটিয়েছেন হাসপাতালের মেঝেতে। ‘সুপার হিরো’ এসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ মানুষ। প্রায় প্রতিটি হাসপাতালের সামনে বড়ো বড়ো ফলক তৈরি করে লিখে রেখেছেন ‘তোমাদের ধন্যবাদ’।

করোনাভাইরাসের ভয়াল থাবায় লণ্ড-ভণ্ড বিশ্বের মহাশক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। দেশটির বৃহত্তম শহর ও বিশ্বের রাজধানী হিসাবে পরিচিত নিউইয়র্ক হয়েছে মৃত্যুপূরী। সিএনএন-এর তথ্য অনুযায়ী এ পর্যন্ত, গতকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩৩ হাজার ৬৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬৬ হাজার ৩৮৫জন। একইসময়ে নিউইয়র্ক রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৯৭৭ জন, মারা গেছেন ২৪ হাজার ১৯৮জন। সরকারি কোনো হিসাব না থাকলেও বিভিন্ন সূত্র ধারণা করে বলছে, নিউইয়র্কে এ পর্যন্ত দুই শতাধিক বাংলাদেশি করোনায় মারা গেছেন।

নিউইয়র্কের গভর্নর ও সিটি মেয়র অফিস বলছে, করোনাভাইরাস পুরো বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখে ফেলে দিয়েছে। বিশ্বের কোনো দেশ এ সংকটের জন্য প্রস্তুত ছিল না। যুক্তরাষ্ট্রের মধ্যে নিউইয়র্ক সিটি এখন করোনাভাইরাসের এপিসেন্টার। তাদের প্রস্তুতি থাকলেও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি ছিল। বিশেষ করে হাসপাতালগুলোয় ব্যক্তিগত চিকিৎসা সরঞ্জাম, মাস্ক ও ভেন্টিলটরের তীব্র সঙ্কট ছিল। ফলে হাসপাতালে রোগীর চাপের কারণে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। এত সঙ্কটের পরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের চিকিৎসা দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি। বরং তারা ব্যক্তিগত সংগ্রহে থাকা মাস্ক ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোগীদের সেবা দিয়ে গেছেন। রোগীর চাপ যখন সামলে ওঠা কঠিন হয়ে পড়ে, তখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মিরা নিউইয়র্কের বিভিন্ন হাসপাতালে যোগ দিয়ে রোগীর সেবা দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৯ হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন কমপক্ষে ২৭ জন চিকিৎসক। কিন্তু থেমে নেই স্বাস্থ্যসেবা। চিকিৎসা সরঞ্জামের সঙ্কট থাকলেও কারো কোনো অভিযোগ নেই সরকার ও প্রশাসনের প্রতি। দেশটির চিকিৎসকেরা বলছেন, সেবার লক্ষ্য নিয়েই তারা এ পেশায় এসেছেন। সেবা দেওয়াই তাদের প্রধান কর্তব্য। দেশের এ চরম ক্রান্তিকালে মানুষের সেবা দিতে পারাটা জীবনের অনেক বড় অর্জন তাদের কাছে।

নিউইয়র্কের হাসপাতালগুলোয় যখন চিকিৎসা সরঞ্জামের সঙ্কট, তখন নগরীর সাধারণ মানুষ ঘরে তৈরি করা মাস্ক ও পিপিই হাসপাতালে সরবরাহ করেছেন। নিউইয়র্কের মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহার মেয়ে বহতা সাহা সহস্রাধিক স্বাস্থ্যকর্মীর জন্য প্রটেকটিভ শিল্ড তৈরি করে বিভিন্ন হাসপাতালে সরবরাহ করেছেন। নিউইয়র্কের অদূরে ফিলাডেলফিয়ার সাবেক ডেপুটি মেয়র ড. নীনা আহমেদের মেয়ে মেডিকেলের ছাত্রী জয়া আহমেদ ৪০জন স্বেচ্ছাসেবী সংগ্রহ করে শত শত মাস্ক ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করে বিভিন্ন হাসপাতালে সরবরাহ করেছেন। বহতা ও জয়ার মত অসংখ্য মানুষ বিভিন্নভাবে স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।

প্রায় দুই মাস পর নিউইয়র্কে চিকিৎসা সরঞ্জাম স্বাভাবিক হয়েছে। হাসপাতালের চাহিদা পূরণ করে এক লাখ মাস্ক নিউইয়র্ক শহরের বাসিন্দাদের মাছে সরবরাহের উদ্যোগী নিয়েছেন মেয়র বিল ডি ব্ল্যাজিও। পর্যায়ক্রমে এগুলোর নগরীর বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে। মেয়র বলেছেন, নিউইয়র্কবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য এসব মাস্ক গুরুত্বপূর্ণ।

Share.