যশোরে সাংস্কৃতিক কর্মীরা ধান কেটে দিলেন

0

বিনোদন ডেস্ক: যশোরে সাংস্কৃতিককর্মীরা অসহায় কৃষকের ধান কেটে দিয়েছেন।

গতকাল সদর উপজেলার ভাটপাড়া গ্রামের সোহেল রানা ও মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামে কৃষক লিটনের জমির ধান কেটে দেন তারা।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু বলেন, সদর উপজেলার রামনগর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সোহেল রানা দুইজনের জমি বর্গা নিয়ে চাষ করেছেন। কিন্তু এখন একজন শ্রমিকের মজুরি দিনে ৬০০ থেকে ৭০০ টাকা। এ টাকা দিয়ে ধান কাটার সামর্থ্য তার নেই। তাই যশোরের সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা তার ক্ষেতের ধান কেটে দিয়েছেন।

এরপর জোটের সদস্যরা যান মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের লিটনের বাড়িতে। সাংস্কৃতিক জোটের আরেক নেতা হারুন অর রশিদ বলেন, লিটন বাসের হেলপার। তার লাগানো দেড় বিঘা জমির ধান কাটার সামর্থ্য তার নেই। তার জমির ধান কেটে দেওয়া হয়।

তিনি জানান, সামাজিক দূরত্ব মেনে তারা ধান কেটেছেন।

এ সময় শিল্পকলা একাডেমির সেক্রেটারি মাহমুদ হাসান বুলু, সুকুমার দাস, জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু উপস্থিত ছিলেন।

Share.