সাড়ে তিন হাজার কোটি টাকার বিটকয়েন চুরি

0

জাপানের ক্রিপ্টো এক্সচেঞ্জ কোম্পানি ডিএমএম বিটকয়েন। কোম্পানিটিতে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে বিপুলসংখ্যক বিটকয়েন চুরি করেছে হ্যাকাররা।

হ্যাকাররা চুরি করেছে সাড়ে চার হাজারের বেশি বিটকয়েন (ভার্চ্যুয়াল মুদ্রা)।

এসব বিটকয়েনের দাম ৩০ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ৩ হাজার ৬০৩ কোটি টাকা)।

ভার্চ্যুয়াল মুদ্রার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এলিপটিক ডিএমএম বিটকয়েনে চালানো সাইবার হামলাকে ভার্চ্যুয়াল মুদ্রার ইতিহাসে অষ্টম বৃহত্তম চুরি হিসেবে উল্লেখ করেছে।

এ সাইবার হামলার বিষয়ে ডিএমএম বিটকয়েন জানিয়েছে, চুরির বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বিটকয়েন লেনদেন বন্ধের ব্যবস্থা নেওয়া হলেও হ্যাকাররা চুরি করা বিটকয়েন ১০টি ভিন্ন ওয়ালেটের মাধ্যমে সরিয়ে ফেলে।

ওয়েব নিরাপত্তা সংস্থা ডিফাই জানিয়েছে, হ্যাকাররা গত বছর কয়েক ডজন সাইবার হামলা চালিয়ে প্রায় ২০০ কোটি ডলারের বিভিন্ন ভার্চ্যুয়াল মুদ্রা চুরি করেছে।

চলতি বছরে ৪৭ কোটি ৩০ লাখ ডলার সমমূল্যের ভার্চ্যুয়াল মুদ্রা চুরি করেছে তারা। 

Share.