অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসায় বাড়ল ব্যাংক ব্যালান্স

0

স্ট্রেলিয়ায় প্রতিবছর শিক্ষার্থীদের বড় একটি অংশ উচ্চশিক্ষা এবং কাজের উদ্দেশ্যে পাড়ি জমায়। ফলে দেশটির জনসংখ্যা ও জীবনযাত্রার ব্যয় বাড়ছে। এ জন্য স্টুডেন্ট ভিসা পাওয়ার ধাপগুলো কঠোর করছে অস্ট্রেলিয়ার সরকার।

তাই আবারও শিক্ষার্থী ভিসার (স্টুডেন্ট ভিসা) নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

আজ বুধবার বিদেশি শিক্ষার্থীদের ভিসা পেতে অর্থ জমা রাখার পরিমাণ বাড়ানোর ঘোষণা দেয় দেশটির সরকার।

ভিসা পেতে শিক্ষার্থীদের এখন ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে ২৯ হাজার ৭১০ অস্ট্রেলিয়ান ডলার জমা দেখাতে হবে, যা আগে ছিল ২৪ হাজার ৫০৫ অস্ট্রেলীয় ডলার।

এ নিয়ে সাত মাসের মধ্যে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসার জন্য ন্যূনতম ব্যাংক ব্যালান্সের পরিমাণ দ্বিতীয়বারের মতো বাড়ল।

এ ছাড়া কয়েকটি কলেজকে শিক্ষার্থী ভর্তিতে প্রতারণামূলক পদ্ধতির আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশও দেওয়া হয়েছে। 

Share.