দেশব্যাপী রবি’র বসন্ত উদযাপন

0

সন্তের আমেজকে সবার মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী বসন্ত উৎসব উদযাপন করেছে দেশের শীর্ষস্থানীয় ফোরজি এবং মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী কোম্পানি রবি।

রাজধানীতে রবির করপোরেট অফিসে সম্প্রতি ‘রবি বসন্ত উৎসব’ পালন করে কোম্পানির সব কর্মকর্তাসহ কর্মীরা।

প্রাণবন্ত কর্মপরিবেশে রবির কর্মীরা যে সংস্কৃতি ও মূল্যবোধকে ধারণ করে, রঙিন এই উদযাপনটি তারই প্রতিফলন। সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এই আয়োজন বসন্তের রঙিন চেতনাকে সবার মাঝে আরও ছড়িয়ে দেবে।

রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায়ও বসন্ত উৎসব উদযাপন করেছেন রবির কর্মীরা।

রবি
রবি আজিয়াটা লিমিটেড (‘রবি’) পাবলিক লিমিটেড কোম্পানি, যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১ দশমিক ৮২ শতাংশ) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০ শতাংশ) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮ দশমিক ১৮ শতাংশ।

রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে।

দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা রাখছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী। 

Share.