শ্রীলঙ্কান এয়ারলাইনসের ৫১ কোটি ডলারের দায় নিয়েছে সরকার

0

দীর্ঘদিন ধরে মুনাফায় নেই শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন। তাই এটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির সরকার। কিন্তু প্রতিষ্ঠানটির ১২০ কোটি ডলারের দায় থাকায় কোনো পক্ষই কিনতে আগ্রহ দেখাচ্ছিল না। এই অবস্থায় ৫১ কোটি ডলারের দায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছে দেশটির সরকার।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজ ওয়্যার ও দ্য এডিশনের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ মার্চ শ্রীলঙ্কার মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ৫১ কোটি ডলারের দায় চলে যাবে সরকারের কাঁধে। সোজা ভাষায় বললে, কোনো ক্রেতা কিনতে চাইলে তাদের এই পরিমাণ দায় গ্রহণ করতে হবে না অথবা শ্রীলঙ্কা সরকার এই দায় পরিশোধ করে দেবে।

নিকট অতীতে পরিচালনাগত সমস্যায় সৃষ্ট যাত্রীদের গুরুতর অসুবিধার কারণে তীব্র সমালোচনার সম্মুখীন হয় শ্রীলঙ্কান এয়ারলাইনস। এরপর দেশটির প্রেসিডেন্টের প্রস্তাবের ভিত্তিতে সরকার ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে এয়ারলাইনসটির মোট ১২০ কোটি ডলার ঋণ থেকে ৫১ কোটি ডলার শোধ করার জন্য তহবিল বরাদ্দ দেয়। 

Share.