কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১২৫ টাকা লভ্যাংশ পাবেন।
গতকাল ভিডিও কনফারেন্সে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় লভ্যাংশের সিদ্ধান্ত হয়েছে। সভায় সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
এটি কোম্পানির ইতিহাসে লভ্যাংশের একটি রেকর্ড। গত বছর রেকিট বেনকিজার ৭০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ২০১৮ সালে ২৭৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশসহ ৭৯০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩১.০৬ টাকা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪২.৬৪ টাকা।
কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মে। ♦