শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের। সম্প্রতি দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির গত ১২ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে দর বাড়ছে। ডিএসইতে গত ১২ ফেব্রুয়ারি কোম্পানির শেয়ারদর ছিল ৩৫ টাকা ৩০ পয়সা, গত ২৯ ফেব্রুয়ারি লেনদেন হয় ৪৯ টাকা ৪০ পয়সায়।
সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৪১ শতাংশ বা ২০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৪৯ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ১০ লাখ ৭৪ হাজার ৬০০টি শেয়ার ১ হাজার ৮২৯ বার হাতবদল হয়, যার বাজারদর ৫ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ৪৭ টাকা থেকে সর্বোচ্চ ৫৩ টাকায় হাতবদল হয়।
গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ৩১ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৫৩ টাকার মধ্যে ওঠানামা করে।
কোম্পানিটি ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে। কোম্পানির ২০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৭ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৬১ লাখ টাকা।
কোম্পানির মোট এক কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৮০০ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪৪ দশমিক ৪৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ৬৫ শতাংশ এবং বাকি ৪৯ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে। ♦