ওয়াল স্ট্রিট ঊর্ধ্বমুখী, এশিয়ার পুঁজিবাজারে মিশ্র প্রবণতা

0

শিয়ার পুঁজিবাজারগুলোয় গত সোমবার মিশ্র প্রবণতা দেখা যায়। ওয়াল স্ট্রিট ছিল ঊর্ধ্বমুখী। এছাড়া হংকংয়ের প্রধান মূল্যসূচক হ্যাং সেং কমে তিন শতাংশ, এতে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে সূচকটি।

যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারগুলোর মূল্যসূচক বৃদ্ধি পেয়েছে, তবে কমেছে তেলের দাম।

টোকিওর নিক্কেই ২২৫ সূচক ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৬ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। ব্যাংক অব জাপান সোমবার দুদিনের আর্থিক নীতি নিয়ে বৈঠক শুরু করেছে। ধারণা করা হচ্ছে, এ বৈঠকে নীতি সুদহার আগের মতোই বহাল থাকবে।

প্রসঙ্গত, দেশটির ইতিহাসে সর্বনিম্ন অবস্থানে রয়েছে নীতি সুদহার।

হংকংয়ের হ্যাং সেং সূচক কমে তিন শতাংশ। এতে তাদের পয়েন্ট দাঁড়ায় ১৪ হাজার ৮৭৭ দশমিক ৭০-এ। চলতি বছরের এই সময়ের মধ্যে সূচকটি ১০ শতাংশের বেশি সংকুচিত হয়েছে। তবে এই প্রবণতা শুরু হয় ২০১৬ সালে।

এদিকে সাংহাই কম্পোজিট সূচক কমেছে ২ দশমিক ৫ শতাংশ। এতে তাদের পয়েন্ট অবস্থান করছে ২ হাজার ৭৬০ দশমিক ৭৩-এর স্তরে।

চীনের বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণের প্রাইম রেট অপরিবর্তিত রেখেছে। স্থানীয় মুদ্রা ইউয়ানের ওপর চাপ সত্ত্বেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি ব্যাংকগুলো, যা বিনিয়োগকারীদের হতাশ করেছে। কেননা তারা অর্থনীতির স্বার্থে নতুন নীতির আশায় ছিলেন। গত সপ্তাহে দ্য পিপল’স ব্যাংক অব চায়না হঠাৎ মধ্যমেয়াদি অর্থায়ন সুবিধার হার অপরিবর্তিত রাখার ঘোষণা দেয়।

দক্ষিণ কোরিয়ার কোসপি কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ, পয়েন্ট হয় দুই হাজার ৪৭৬ দশমিক ১৪।

অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে সাত হাজার ৪৭৬ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করে। তবে ব্যাংককের সেট সূচক কমে শূন্য দশমিক ৬ শতাংশ। এদিকে তাইওয়ানের তাইয়েক্স সূচক বৃদ্ধি পায় শূন্য দশমিক ৮ শতাংশ।

গত শুক্রবার সপ্তাহের শেষ কার্যদিবসে ওয়াল স্ট্রিটে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৪ হাজার ৮৩৯ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে। ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচকও গত মাসে অনন্য উচ্চতায় ছিল, এরই ধারাবাহিকতায় শুক্রবার এই সূচক ১ দশমিক ১ শতাংশ বা ৩৯৫ দশমিক ১৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩৭ হাজার ৮৬৩ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করে। নাসডাক কম্পোজিট সূচক ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ৩১০ দশমিক ৯৭ পয়েন্ট হয়েছে।

যুক্তরাষ্ট্রের আরেক সূচক ভিক্স ৩ দশমিক ৩১ শতাংশ বা শূন্য দশমিক ৪৪ পয়েন্ট ১৪ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে। ছোট কোম্পানিগুলো গঠিত ওয়াল স্ট্রিটের রাসেল ২০০০ সূচক বৃদ্ধি পায় ১ দশমিক ০৮ শতাংশ বা ২০ দশমিক ৭৪ পয়েন্ট। এতে তাদের পয়েন্ট দাঁড়ায় ১ হাজার ৯৮৮ দশমিক ৩৯-এর স্তরে।

ওয়াল স্ট্রিটে ও এশিয়ার পুঁজিবাজারগুলোয় প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর শেয়ারদর ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এ কারণে ঊর্ধ্বমুখী হচ্ছে সূচক। কয়েকটি চিপ নির্মাতা প্রতিষ্ঠানের গত সপ্তাহের শেষ কার্যদিবসের মতো শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তাইওয়ানের চিপনির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোং চলতি বছরে রাজস্ব আয়ের দারুণ পূর্বাভাস দিয়েছে, যা বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে। এ ঘোষণার পর বাড়ছে তাদের শেয়ারদর। ব্রডকমের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৯ শতাংশ। টেক্সাস ইনস্ট্র–মেন্টসের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ। 

Share.