কণ্ঠস্বর প্রকাশনী জীবনের জন্য সাহিত্য শ্লোগান সামনে রেখে প্রতিষ্ঠার শুরু থেকে মানসম্মত বই প্রকাশ করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিনের ‘একদিন সব ঠিক হয়ে যাবে’ কাব্যগন্থ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
উদীয়মান কবি, লেখক ও বাচিক মোস্তাফিজুর রহমান রেমন্ডের ছোটদের ছড়াগ্রন্থ ‘ছড়ার দেশে বেড়াই ভেসে’-সহ প্রায় অর্ধশতাধিক নতুন বই প্রকাশ করেছে কন্ঠস্বর।
ইতিমধ্যে যেসব বই পাঠকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে, তার মধ্যে কবি রেজাউদ্দিন স্টালিনের ‘একদিন সব ঠিক হয়ে যাবে’, কবি মোস্তাফিজুর রহমান রেমন্ডের ‘ছড়ার দেশে বেড়াই ভেসে’, তরুণ কবি নাহিদ রানার ইংরেজি ভাষার কবিতার বই Dreams Unleashed Happiness Blooms, তরুণ উপন্যাসিক মনিরুল তালুকদারের ‘মজনু’, প্রবাসী লেখক শায়লা জাবীনের গল্পগ্রন্থ ‘ণত্ব বিধান ষত্ব মায়া’ এবং কবি ফুয়াদ স্বনমের ‘ছা পোষা মানুষ’ উল্লেখযোগ্য।
বইগুলো বই পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৪-এর ৫৫৪ নম্বর স্টলে। ♦