সাপ্তাহিক লেনদেনের তিন শতাংশ ওরিয়ন ইনফিউশনের

0

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

গত সপ্তাহে কোম্পানিটির মোট ৩৯ লাখ ৮৯ হাজার ৮৭ শেয়ার ২৪৭ কোটি ৭০ লাখ টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ৯২ শতাংশ।

সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৭ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে।

সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দাম শূন্য দশমিক ০৩ শতাংশ বা ২০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৬৬১ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই।

দিনজুড়ে শেয়ারদর ৬৪৪ টাকা থেকে সর্বোচ্চ ৬৭৮ টাকায় হাতবদল হয়।

এদিন ৯ লাখ ৪ হাজার ৬৪০টি শেয়ার ৬ হাজার ১৯৫ বার হাতবদল হয়, যার বাজারদর ৫৯ কোটি ৭৭ লাখ টাকা।

গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ২৫১ টাকা ৬০ পয়সা থেকে ৬৭৮ টাকার মধ্যে ওঠানামা করে।

ওরিয়ন ইনফিউশন ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

কোম্পানির ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২০ কোটি ৩৬ লাখ টাকা।

রিজার্ভের পরিমাণ ৮ কোটি ৭৬ লাখ টাকা।

কোম্পানির মোট ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭৬০ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৪০ দশমিক ৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১১ দশমিক ০১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ০৯ শতাংশ এবং বাকি ৪৮ দশমিক ২৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে। 

Share.