মৌমাছি সংরক্ষণে সহযোগিতা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

0

রিবেশ সচেতন কৃষি এবং মৌমাছি পালনে সবাইকে উৎসাহিত করতে একসঙ্গে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং বিএএসএ ফাউন্ডেশন।

এর অংশ হিসেবে খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা, টেকসই যান্ত্রিকীকরণ, পরাগায়ন রক্ষা, টেকসই কৃষি প্রচার এবং স্থানীয় উদ্যোক্তাদের জীবিকা নিশ্চিতকরণের মাধ্যমে ক্ষমতায়ন করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড দুই কোটি ৯০ লাখ টাকার অনুদান ঘোষণা করেছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘মৌমাছি পালনে আমাদের এই বিনিয়োগ শুধু মৌমাছির সংখ্যা বৃদ্ধিকে ত্বরান্বিত করে না, বরং ফসলের পরাগায়ন, জীববৈচিত্র্য ও সামগ্রিক কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে আমাদের দেশের কৃষি খাতকে সমৃদ্ধিশালী করতে সহযোগিতা করে।’ 

Share.