এসিআই গ্রুপের ১০ কোম্পানি মিলে ৬০০ কোটি টাকার সুকুক ইনস্ট্রুমেন্টস ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। গত রোববার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসিআই ফরমুলেশনস লিমিটেড এ তথ্য জানিয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, দীর্ঘমেয়াদি তহবিল উত্তোলন কর্মসূচির আওতায় এ ১০ কোম্পানি একটি স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) গঠন করবে।
কোম্পানিগুলো হলো—এসিআই লিমিটেড, এসিআই ফর্মুলেশনস লিমিটেড, এসিআই বায়োটেক লিমিটেড, এসিআই কেমিক্যালস লিমিটেড, এসিআই এডিবল অয়েল লিমিটেড, এসিআই ফুডস লিমিটেড, এসিআই হেলথকেয়ার লিমিটেড, এসিআই লজিস্টিকস লিমিটেড, এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড ও এসিআই সল্ট লিমিটেড।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে সুকুক ইনস্ট্রুমেন্টস ইস্যু করা হবে। ♦