নিলামে হুমায়ুন ফরীদির চশমা, ৩ লাখ ২৫ হাজার টাকা

0
কডাউনের কারণে অনেক মানুষ বিপন্ন জীবন যাপন করছেন। এমন মানুষের সহায়তায় সরকারি-বেসরকারি, ব্যক্তিগত ও নানা সংগঠনের উদ্যোগে কাজ চলছে। এমন একটি দাতব্য সংস্থা ‘অকশন ফর অ্যাকশন’। সংস্থাটি বাংলাদেশের জনপ্রিয় তারকাদের ব্যবহৃত জিনিস নিলামে তুলে অর্থ সংগ্রহ করছে। পরে এ অর্থ তারকার পছন্দের প্রতিষ্ঠানে অনুদান হিসাবে দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় এবার নিলামে তোলা হচ্ছে অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত শেষ চশমা। অসহায়দের সহায়তার জন্য নিলামে তোলা অভিনয়শিল্পী হুমায়ুন ফরীদির বহুল ব্যবহৃত চশমাটি বিক্রি হলো ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায়।

‘অকশন ফর অ্যাকশন’র ফেসবুক পেইজে গত রাতে আয়োজিত নিলামে একজন হাঙ্গেরি প্রবাসী তার দুই মেয়ের জন্য চশমাটি কিনেছেন বলে জানান আয়োজকরা।

নিলামের অন্যতম আয়োজক আরিফ আর হোসাইন বলেন, “তিনি হুমায়ুন ফরীদির একজন ভক্ত। তার দুই মেয়ের বয়স ২৫ ও ১২ বছর। দুই মেয়ের বয়সের সঙ্গে মিল রেখেই তিনি নিলামের অর্থের মূল্য নির্ধারণ করেছেন।’’

এ আয়োজনে ফেইসবুক লাইভে যুক্ত ছিলেন প্রয়াত এ অভিনেতার মেয়ে শারারাত ইসলাম দেবযানী। দীর্ঘদিন ধরে তিনি বাবার চশমাটি আগলে রেখেছিলেন। দেশের এ সঙ্কটে মানুষের সহায়তায় বাবার প্রিয় চশমা নিলামে তুলেছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেবযানী বলেন, “একজন মেয়ে তার বাবার চশমা দিচ্ছেন, আর একজন বাবা তার মেয়ের জন্য চশমাটা কিনলেন। এর চেয়ে সুন্দর কিছু হতে পারে না।”

নিলামে প্রাপ্ত পুরো অর্থ করোনাভাইরাস সঙ্কটে হতদরিদ্রদের পেছনে ব্যয় করা হবে বলে জানান আয়োজকরা।

নিলাম অনুষ্ঠানে ফেইসবুক লাইভে অন্যান্যদের মধ্যে আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিমি, ইরেশ যাকের, সাদু খাদেমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার রাতে ‘অকশন ফর অ্যাকশন’ থেকে অভিনেতা ও সংগীতশিল্পী তাহসানের ক্যাসেট ও সাকিব আল হাসানের ব্যাট বিক্রি করে খাদ্য সংকট মোকাবিলায় গঠিত তহবিলে দেওয়া হয়েছে।

ধারবাহিকভাবে নিলামে তোলা হবে নগর বাউল জেমসের প্রিয় কিছু সংগ্রহ, নুসরাত ইমরোজ তিশার প্রিয় শাড়ি, চিরকুট ব্যান্ডের সুমির নথ, গিটারিস্ট ইমনের গিটার, ড্রামার পাভেলের ড্রামস কিট ইত্যাদি।

পাশাপাশি বাকের ভাইয়ের সঙ্গে চায়ের দোকানে আড্ডা, মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী কোনো চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ কিংবা অনন্ত জলিলের সঙ্গে লং ড্রাইভে যাওয়ার সুযোগও থাকছে এ আয়োজনে।

Share.