টি-মোবাইল ইউএস (টিএমইউএস) গত বুধবার স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের প্রথম সেট নিয়ে একটি ফ্যালকন নাইন রকেট উৎক্ষেপণ করেছে যা মহাকাশ থেকে সরাসরি স্মার্টফোনে সিগন্যাল পাঠাতে সক্ষম।
টি-মোবাইল যুক্তরাষ্ট্রের কিছু অংশে ব্যবহারকারীদের নেটওয়ার্ক সুবিধা দিতে স্পেসএক্সের স্টারলিঙ্ক স্যাটেলাইটগুলো ব্যবহার করবে। কোম্পানিগুলো ২০২২ সালের আগস্টে এ ঘোষণা দেয়।
টি-মোবাইল জানিয়েছে, প্রথম দিকে টেক্সট মেসেজিং এবং পরবর্তী বছরগুলোয় ভয়েস ও ডেটা সক্ষমতা দিয়ে ডিরেক্ট-টু-সেল বা ডিটিসি সেবা চালু করা হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে তারা। স্যাটেলাইটের কাভারেজ রেঞ্জের মধ্যে থাকলে ৪জি এলটিই ডিভাইসে ইন্টারনেট পাওয়া যাবে।
স্যাটেলাইটগুলোয় রয়েছে অ্যাভান্সড মডেম। মহাকাশে এগুলো সেলফোন টাওয়ার হিসেবে কাজ করবে। ফলে পাহাড়, বন, সমুদ্র বা দুর্গম এলাকা থেকেও সরাসরি মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।
গত মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে এসব তথ্য জানিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।
ডিটিসি ফিচারের কারণে স্টারলিংক স্যাটেলাইটের সঙ্গে সরাসরি মোবাইলের সংযোগ স্থাপন করা যাবে।
এতে কোনো টাওয়ার ছাড়াই ভয়েস কল, টেক্সট পাঠানো ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন বা এফিসিস লাইসেন্স দিলে চলতি বছরের শেষ নাগাদ বাণিজ্যিকভাবে সেবাটি চালু হতে পারে।
আগামী ছয় মাসে আরও ৮৪০টি ডিটিসি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে স্পেসএক্সের। এফসিসির কাছে সব মিলিয়ে সাড়ে সাত হাজার স্যাটেলাইট পাঠানোর অনুমোদন চেয়ে আবেদন করবে স্পেসএক্স।
এছাড়া জাপানের কেডিডিআই (নাইনফোরথ্রিথ্রি.টি), অস্ট্রেলিয়ার অপটাস, নিউজিল্যান্ডের ওয়ান এনজেড, কানাডার রজার্স (আরসিআইবি.টিও)-সহ বিশ্বের অন্যান্য ওয়্যারলেস সরবরাহকারী স্পেসএক্সের সঙ্গে ডিরেক্ট-টু-সেল প্রযুক্তি চালু করতে যাচ্ছে। ♦