নিউ ইয়র্কের স্যান্টাকনে স্যান্টাপ্রেমীদের সমাগম

0

বার্ষিক স্যান্টাকন চ্যারিটি পাব ক্রলের জন্য শনিবার নিউ ইয়র্ক সিটিতে একসঙ্গে হয়েছিলেন হাজার হাজার স্যান্টা ক্লজপ্রেমী। স্যান্টা ও ক্রিসমাস থিমের নানা পোশাক পরে নিউ ইয়র্ক সিটিতে জমায়েত হন তারা।

সকাল ১০টা থেকে মধ্য ম্যানহাটনের বার ও ক্লাবগুলো থেকে উদযাপন শুরু হয়। গ্রিন, স্যান্টা ক্লজ ও এল্ভের নানা বর্ণিল সাজে স্যান্টা ভক্তদের এ উৎসব চলে রাত ৮টা পর্যন্ত।

এবিসি নিউজ জানিয়েছে, আয়োজকরা অংশগ্রহনকারীদের দাতব্য কাজের জন্য ১৫ ডলার দান করতে উৎসাহিত করেন।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন শহরেও শনিবার ক্রিসমাস-থিমের এই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সিনসিনাটি, লন্ডন ও বার্লিনেও অনুষ্ঠিত হয়েছে এ উৎসব।

উৎসবফেরত ভক্তদের নিরুৎসাহিত করতে নিউ জার্সি ও নিউ ইয়র্ক শহর থেকে ম্যানহাটনের দিকে যাওয়া সব কমিউটার ট্রেন শনিবার সকাল ৪টা থেকে রোববার দুপুর পর্যন্ত যাত্রীদের ট্রেনে মদ্যপান নিষিদ্ধ করে।

একই সঙ্গে উৎসবে অংশ নেয়া ভক্তদের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট মনে করিয়ে দেয় যে, বরাবরের মতো নিউ ইয়র্কের রাস্তায় কোনো ধরনের মদ্যপান নিষিদ্ধ।

মেট্রোপলিটন ট্র্যানজিট অথরিটি পুলিশের প্রধান জন মুলার এক বিবৃতিতে এই বিধি নিষেধের ঘোষনা দেন।

তিনি বলেন, ‘আমরা চাই ছুটির এই আনন্দের সময়ে সবাই যেন নিরাপদভাবে উৎসব উদযাপন করতে পারে এবং নিরাপদে ও সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারে।’ 

Share.