এলপিজি ট্যাংকার কিনবে এমজেএল বাংলাদেশ

0

তিন কোটি ৪০ লাখ ডলার ব্যয়ে ১১ হাজার সিবিএম প্রেশারাইজড এলপিজি ট্যাংকার কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, নতুন তৈরি করা এলপিজি ট্যাংকারটি কিনতে ব্যয় হবে তিন কোটি ২৫ লাখ ডলার।

পাশাপাশি জাহাজ নির্মাণের তত্ত্বাবধান ফি, পরামর্শক ফি, পরিবর্তন-সংক্রান্ত ব্যয়, অধিগ্রহণ খরচ, আইনি ফি, পরিচালন ব্যয় ও ভ্রমণ খরচ বাবদ আরও ১৫ লাখ ডলার ব্যয় হবে।

সব মিলিয়ে এ খাতে কোম্পানিটির ব্যয় হবে ৩ কোটি ৪০ লাখ ডলার।

‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩১৬ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ৫৬০ কোটি ১৭ লাখ টাকা।

কোম্পানিটির মোট ৩১ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ২৭টি শেয়ার রয়েছে।

ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে মোট শেয়ারের ৭১ দশমিক ৫২ শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, প্রতিষ্ঠানিক বিনেয়াগাকারীদের কাছে ২২ দশমিক ০৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে। 

Share.