ফু-ওয়াং ফুডের শেয়ারদর বেড়েছে ২৩ শতাংশ

0

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৬৬ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪৫ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২২৫ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকায়।

সর্বশেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ২৮ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৪০ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর শেয়ারটির দর সর্বনিম্ন ৩৭ টাকা থেকে সর্বোচ্চ ৪১ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।

এদিন কোম্পানিটির এক কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ১৬৬টি শেয়ার ১০ হাজার ১৮৪ বার হাতবদল হয়, যার বাজারদর ৫৭ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ৪৬ টাকা ৯০ পয়সা ও সর্বনিম্ন ২৩ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। 

Share.