ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিমা খাতের কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮ হাজার ৮০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৪ হাজার টাকায়।
এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর ১০ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ২৭১টি শেয়ার মোট ১১ বার হাতবদল হয়, যার বাজারদর ১০ হাজার টাকা।
সম্প্রতি পুঁজিবাজারে লেনদেন শুরু করা কোম্পানিটি বর্তমানে ‘এন’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা।
কোম্পানিটির মোট ৪ কোটি শেয়ার রয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৫১ দশমিক ৩৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৮ দশমিক ৫০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৪০ দশমিক ১৫ শতাংশ শেয়ার রয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৪৩ দশমিক ৮১ শতাংশ।
এর পরের অবস্থানগুলোয় থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩২ দশমিক ৫৫ শতাংশ।
গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩২ দশমিক ০৮ শতাংশ। ♦