ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

0

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩ টাকা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ১ টাকা ৪ পয়সা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই, ২০২২-মার্চ, ২০২৩) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২৭ পয়সা। অর্থাৎ তিন প্রান্তিকের হিসাবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২ টাকা ২৯ পয়সা।

এছাড়া ২০২৩ সালের ৩১ মার্চে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৯ টাকা ৩ পয়সায়। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৪ টাকা ২০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ১১ পয়সা। 

Share.