শেয়ার বেচবে ব্যাংক এশিয়ার করপোরেট উদ্যোক্তা

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের করপোরেট উদ্যোক্তা মোস্তফা স্টিল গ্যালভানাইজিং প্লান্ট লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মোস্তফা স্টিল গ্যালভানাইজিং প্লান্ট বর্তমানে ব্যাংক এশিয়ার ৫ লাখ ৯৯ হাজার ৬৬৮টি শেয়ার ধারণ করছে। মোট শেয়ার থেকে ৫ লাখ ৯০ হাজার শেয়ার বেচবে বলে ঘোষণা দিয়েছে এই করপোরেট উদ্যোক্তা।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লক মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচবে প্রতিষ্ঠানটি।

ডিএসইর তথ্যমতে, ‘এ’ ক্যাটাগরির ব্যাংক খাতের এ কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ১৬৫ কোটি ৯১ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার ৬৮০ কোটি ৪৮ লাখ টাকা। কোম্পানিটির মোট ১১৬ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৮৬০টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৫৩ দশমিক ৩৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫ দশমিক ৮০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের শূন্য দশমিক ২১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৬৪ শতাংশ শেয়ার রয়েছে। 

Share.