ন্যাশনাল ব্যাংকের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

0

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে উদযাপন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও হোসেন আখতার চৌধুরীসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, তিন প্রজন্ম ধরে কোটি মানুষের ভালোবাসায় ন্যাশনাল ব্যাংক চার দশক পার করেছে। সম্ভাবনাময় অদম্য আগামীর পথচলায় ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের আস্থা ও ভালোবাসা অক্ষুণ্ন রেখে আরও দীর্ঘ পথ পাড়ি দেবে সেই প্রত্যাশাই থাকবে। 

Share.