খেলা ডেস্ক: গত বছরের অক্টোবরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে খবর আসে, সব ধরনের ক্রিকেটে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান দুই বছরের জন্য নিষিদ্ধ। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা হলো স্থগিত নিষেধাজ্ঞা। কারণ সাকিব জুয়াড়ির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করেছিলেন। তাকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়াল।
এবার সেই দীপক আগারওয়ালকে ক্রিকেটের যাবতীয় সব কর্মকাণ্ড থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি। তবে তা সাকিবকে প্রস্তাব দেয়ার জন্য নয়। ভিন্ন একটি কারণে।
গতকাল আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। টি-টেন লিগে আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের জন্য সিন্ধি ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও আইসিসির কালো তালিকাভুক্ত আগারওয়ালকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
২০১৮ সালে টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি সিন্ধির বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ আনা হয়েছিল। ওই ফ্র্যাঞ্চাইজির মালিক আগারওয়াল। কিন্তু সে সময় ফাঞ্চাইজি মালিক হওয়ার সুবিধা নিয়ে অভিযোগের তদন্তে গড়মিল করার করেন তিনি। এমনকি তদন্তের প্রমাণও নষ্ট করেন।
এরপর আইসিসির দুর্নীতি দমন অনুচ্ছেদের ২.৪.৭ ধারা মোতাবেক আগারওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ধারা অনুযায়ী, তদন্তের প্রমাণ নষ্ট করা, বিলম্ব করা ও লুকানো দুর্নীতির মধ্যে পড়ে। সেজন্য তাকে শাস্তি দেয়া হয়েছে। ♦