বিজয় দিবস উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে স্প্রিং ২০২৩ সেমিস্টারে ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল স্পট অ্যাডমিশন কার্নিভালে ভর্তি কার্যক্রম।
আগামী ৩১ ডিসেম্বর এই কার্যক্রমের শেষ দিন।
এইচ এস সি ও এ লেভেল ছাত্রছাত্রীদের জন্য কোর্সের জন্য ভর্তি ফি ৪ হাজার টাকা এবং ডিপ্লোমা হোল্ডেরদের জন্য মাত্র ১ হাজার টাকা।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে টিউশন ফি’র ওপর শতভাগ বৃত্তি থাকছে।
এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দুটি মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ–১০ রয়েছে, তারা টিউশন ফিতে শতভাগ ছাড় পাবেন।
পাশাপাশি তিন বা ততোধিক ছাত্র/ছাত্রী একসঙ্গে ভর্তি হলে আরও ৫ শতাংশ ছাড় পাবেন।
ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cub.edu.bd) পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য ফোন করুন ০১৭০-৭০৭০২৮০, ০১৭০-৭০৭০২৮১, ০১৭০-৭০৭০২৮৪ নম্বরে।
উক্ত নম্বরগুলোয় হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে চ্যাট করা যাবে সিইউবির অ্যাডমিশন দলের সঙ্গে।
ঠিকানা
প্লট-খ, ২০১/১, প্রগতি সরণী, ঢাকা-১২১২, বাংলাদেশ। ♦