নাভানা ফার্মাসিউটিক্যালসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0

নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা গত ২২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সভায় শেয়ার হোল্ডাররা ৩০ জুন, ২০২২ সমাপ্ত বছরের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব আনিসুজ্জামান চৌধুরী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. মো. জোনায়দ শফিক ও অন্যান্য সম্মানিত পরিচালকরা।

আরও উপস্থিত ছিলেন কোম্পানির অডিটর ও ব্যবস্থাপনা কর্মকর্তারা।

এতে শেয়ার হোল্ডাররা সেকেন্ডারি মার্কেটে কোম্পানিকে স্বাগত জানায় এবং কোম্পানির তালিকাভুক্তির পরপর ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করার সিদ্ধান্তের প্রশংসা করেন।

শেয়ারহোল্ডাররা বিক্রয় রাজস্ব, নিটমুনাফা ও ইপিএসের টেকসই বৃদ্ধি বজায় রাখার জন্য ব্যবস্থাপনার প্রশংসা করেন। 

Share.