ইউক্রেনে নতুন কারখানা খোলার ঘোষণা নেসলের

0

পশ্চিম ইউক্রেনে একটি নতুন কারখানা খুলতে চায় সুইডেনের প্রতিষ্ঠান নেসলে। এজন্য ৪০ মিলিয়ন সুইস ফ্রাঁ বা ৪২ দশমিক ৮৮ মিলিয়ন (৪ কোটি ৩০ লাখ) ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠানটি। নতুন কারখানায় দেড় হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের।

দেশটিতে নুডলস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ইউক্রেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করা সংস্থার উদ্দেশ্যে।

নেসলের দক্ষিণ পূর্ব ইউরোপ অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেসান্দ্রো জেনেলি জানিয়েছেন, নেসলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ পদক্ষেপকে ইউক্রেনের জন্য খুব চ্যালেঞ্জিং সময়ে নেয়া একটি পদক্ষেপ হিসেবে আখ্যা দেন তিনি।

নতুন এ কারখানা বা উৎপাদনকেন্দ্র ঘিরে ক্রমবর্ধমান কর্মসংস্থান নিশ্চিতের পাশাপাশি ইউক্রেনীয় ও ইউরোপীয়দের উচ্চ মানসম্পন্ন পণ্যসামগ্রীর চাহিদা পূরণের কথাও জানান আলেসান্দ্রো জেনেলি। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ি ইউক্রেনে বিনিয়োগ করতে পেরে আমি গর্ববোধ করছি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে দেশটিতে নতুন বিনিয়োগের ঘোষণা দেয়া আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে নেসলে অন্যতম। ইউক্রেনে যে কয়টি দেশ মানবিক সহায়তা অব্যাহত রেখেছে তার একটি নেসলে।

সংস্থাটি যুদ্ধবিধ্বস্ত দেশটির নাগরিকদের ও তাদের পোষা প্রাণীদের সহায়তায় প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে আসছে। এখন পর্যন্ত সংস্থাটি ইউক্রেনের নাগরিক ও প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নেয়া শরনার্থীদের জন্য চার হাজার টনের বেশি খাদ্য সহায়তা করেছে।

ইউক্রেনে নেসলের প্রায় পাঁচ হাজার ৮০০ কর্মী রয়েছে। ভলিন অঞ্চলের স্মোলিহিভের নতুন উৎপাদনকেন্দ্রে নতুন করে আরও দেড় হাজার মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। এক বিবৃতিতে নেসলে জানিয়েছে, যুদ্ধ শুরুর আগে থেকে এ অঞ্চলে তাদের আরও তিনটি উৎপাদনকেন্দ্র রয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর চলতি বছর ইউক্রেনের অর্থনীতি ৩৫ শতাংশ সংকুচিত হতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইউক্রেনের বিভিন্ন শহরে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। 

Share.