ঢাকা ইন্সুরেন্সের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ইপিএস কমেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস কমেছে কোম্পানিটির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা, আগের বছরের ছিল ৭৮ পয়সা।

অর্থাৎ তৃতীয় প্রান্তিকে ইপিএস কমেছে আট পয়সা।

প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ২ টাকা ১০ পয়সা, আগের বছরের একই সময় ছিল দুই টাকা ৪৮ পয়সা।

অর্থাৎ তিন প্রান্তিকের হিসাবে ইপিএস কমেছে ৩৮ পয়সা।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৬৩ পয়সায় (পুনর্মূল্যায়ন ব্যতীত) এবং ৩৩ টাকা ২৬ পয়সা (পুনর্মূল্যায়নসহ)।

তিন প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। 

Share.