পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) কোম্পানিটির ইপিএস হয়েছে এক টাকা ৬৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৩১ পয়সা।
অর্থাৎ ইপিএস কমেছে ৬৩ পয়সা।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৩ টাকা ৯৫ পয়সায়।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৫০ পয়সা (ঘাটতি)। ♦