পুঁজিবাজারের সবার তথ্য ‘বিএসইসি-আরবিসিএ’ রিপোর্টিং প্ল্যাটফর্মে

0

দেশের উভয় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি, ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক-সহকারে নিবন্ধিত সব প্রতিষ্ঠানের তথ্য ও প্রতিবেদন একই প্ল্যাটফর্মে জমা দিতে কাজ শুরু করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় স্টক এক্সচেঞ্জগুলোসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধান এবং দেশি-বিদেশি পরামর্শকের সঙ্গে বৈঠক করে বিএসইসি।

সেই ধারাবাহিকতায় এবার বিনিয়োগকারীদের স্বার্থে এবং পুঁজিবাজার মার্কেটের উন্নয়নে কমিশনে নিবন্ধিত সব প্রতিষ্ঠান বা সত্তার জন্য একটি একক যোগাযোগ প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সেই প্ল্যাটফর্মের নাম কমিশন ‘বিএসইসি-আরবিসিএ রিপোর্টিং প্ল্যাটফর্ম’ নির্ধারণ করেছে।

সম্প্রতি এ বিষয়ে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়া-উল-ইসলাম স্বাক্ষরিত একটি আদেশ জারি করে ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) পাঠানো হয়েছে।

সেই সঙ্গে আদেশে ১৬টি নিয়ম উল্লেখ করে সেগুলোর সঙ্গে সমন্বয় ও প্ল্যাটফর্ম চালু করতে বলা হয়েছে।

বিএসইসির আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এটা উপযুক্ত বলে মনে করে যে, বিনিয়োগকারীদের স্বার্থে এবং পুঁজিবাজার উন্নয়নের জন্য কমিশনের সঙ্গে নিবন্ধিত সব প্রতিষ্ঠান ও সত্তা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা, ২০১৯-এর অধীন কমিশনে প্রতিবেদন জমা দেয়ার একটি একক সাধারণ অনলাইন যোগাযোগ প্ল্যাটফর্ম থাকবে। 

Share.