পিএসজির সঙ্গে নতুন চুক্তির পর ধারণা করা হচ্ছিল, অর্থকড়ির আয়ের হিসাবে সবাইকে টেক্কা দেবেন কিলিয়ান এমবাপ্পে। হয়েছেও তাই। বার্ষিক আয়ে মেসি-রোনালদোকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছেন ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার।
বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও প্রচারণা বাবদ আয়ে রোনালদো-মেসি থেকে অনেক পিছিয়ে থাকলেও পিএসজি থেকে পাওয়া মোটা বেতনের জন্য সবাইকে ছাড়িয়ে গেছেন ফরাসি এই তারকা।
স্পোটিকো নামক ইউরোপিয়ান ওয়েবসাইট ২০২২-২৩ মৌসুমে ফুটবলারদের আয়ের এই হিসাব দিয়েছে।
এমবাপ্পের বার্ষিক আয় ১২৫ মিলিয়ন ইউএস ডলার। এর মধ্যে পিএসজি থেকে বার্ষিক বেতন পান ১০৫ মিলিয়ন ডলার।
১১৩ মিলিয়ন ডলার নিয়ে আয়ে দ্বিতীয় স্থানে ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যে এনডোর্সমেন্ট বা বিজ্ঞাপন থেকে ৬০ মিলিয়ন ডলার আয় করেন এই পর্তুগিজ তারকা।
১১০ মিলিয়ন নিয়ে তৃতীয় স্থানে আছেন লিওনেল মেসি। এর মধ্যে পিএসজি থেকে বার্ষিক বেতন পান ৬২ মিলিয়ন ডলার।
৯১ মিলিয়ন ডলার নিয়ে চতুর্থ স্থানে পিএসজির আরেক তারকা নেইমার। সেরা দশে থাকা বাকি ফুটবলাররা এই চারজনের চেয়ে বিশাল ব্যবধানে পিছিয়ে রয়েছেন। ♦