ভারত এখন বিশ্বে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। অর্থনীতির শক্তির বিচারে যুক্তরাজ্যকে টপকে এ স্থানে উঠে এলো দেশটি।
এ পরিসংখ্যান করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ২০২১ সালের শেষ তিন মাসের হিসাবে যুক্তরাজ্যকে সরিয়ে ষষ্ঠ স্থান থেকে পঞ্চমে উঠে এলো ভারত।
মার্চ ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতির আকার ছিল ৮৫৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। এ সময় যুক্তরাজ্যের অর্থনীতির আকার ছিল ৮১৬ বিলিয়ন ডলার। ত্রৈমাসিকের শেষ দিনে ডলারের বিনিময় হার ধরে হিসাবটি করা হয়েছে।
বিশ্ব অর্থনীতিতে এ মুহূর্তে ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানি। এক দশক আগে ভারতের অর্থনীতি ছিল ১১তম স্থানে।
ভারতীয় অর্থনীতি বছরে ১৩ দশমিক ৫ শতাংশ হারে বেড়েছে, যদিও দেশটির রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার পূর্বাভাস থেকে এ হিসাব কিছুটা কম। উন্নয়নশীল দেশের মধ্যে বৃদ্ধির হারে সর্বোচ্চ ছিল ভারতের জিডিপি।
অনুমান করা হচ্ছে, চলতি বছর দেশটির অর্থনীতি সাত শতাংশ বাড়বে। ♦