যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সাবেক রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলীয় নেতা জাতীয় পর্যায়ে ফরোয়ার্ড নামে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। দেশটির প্রচলিত দ্বি-দলীয় ব্যবস্থার বাইরে গিয়ে তারা এই রাজনৈতিক দল তৈরি করেছেন।
দলটির নেতারা বলেন, আমেরিকার অকার্যকর দ্বি-দলীয় ব্যবস্থায় দেখে দেশটির লাখ ভোটার হতাশ। তাদের হতাশা দূর করতেই এই দলের প্রতিষ্ঠা।
দলটির প্রতিষ্ঠাতা সদস্যরা বলেন, প্রাথমিকভাবে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী অ্যান্ড্রো ইয়াং ও নিউ জার্সির সাবেক রিপাবলিকান গভর্নর ক্রিস্টিন টোড হুইটম্যান দলটির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
তাদের আশা, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আধিপত্য করা রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দলের বাইরে গিয়ে নতুন এই দলটি কার্যকর বিকল্প হয়ে উঠবে।
১৮৫২ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে আসছেন দেশের প্রধান দুটি রাজনৈতিক দল দ্য রিপাবলিকান পার্টি অথবা দ্য ডেমোক্রেটিক পার্টি থেকে।
ডেমোক্রেটরা সাধারণত উচ্চ কর সমর্থন করেন যাতে সরকারী কাজকর্ম সচল থাকে। আর রিপাবলিকানরা সাধারনত কম করের পক্ষে এবং সরকারের আকার ছোট রাখার পক্ষে।
দুটি দলই মোটামুটি মধ্যপন্থী রাজনৈতিক মতাদর্শ পোষণ করে।
রিপাবলিকান ও ডেমোক্রেটিক ছাড়া বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল রয়েছে যুক্তরাষ্ট্রে। এগুলো হচ্ছে, দ্য লিবার্টারিয়ান, কনস্টিটিউশন, সোশালিষ্ট অথবা গ্রীনপার্টি।
কেউ ইচ্ছা করলে স্বতন্ত্রভাবেও নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন।
যুক্তরাষ্ট্রে ঐতিহাসিকভাবে দেখা যায় তৃতীয় দলের শক্তি কখনও খুব একটা বেশী নেই। তবে প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভালো প্রভাব পড়ে। কারন তৃতীয় দলের প্রার্থী প্রধান দুই দলের প্রার্থীদের উল্লেখযোগ্য সংখ্যক ভোট নিতে পারে। ফলে কোনো কোনো বছর প্রেসিডেন্ট নির্বাচনে দেখা যায় তৃতীয় দল বড় ঘটনা অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের কাছাকাছি অবস্থায় রয়েছে। ♦