ইরানে একাধিক বিদেশি কূটনীতিক গ্রেপ্তার

0

রানের অভিজাত রেভল্যুশনারি গার্ডস এক ব্রিটিশসহ বেশ কয়েকজন বিদেশি কূটনীতিককে গ্রেপ্তার করেছে। খবর: এএফপি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাষ্টিং (আইআরইবি) গত বুধবার জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়, গুপ্তচরবৃত্তি করায় বিদেশি দূতাবাসের কূটনীতিকদের চিহ্নিত করে গ্রেপ্তার করেছে রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা শাখা।

একই ঘটনার জেরে একজন ব্রিটিশ কূটনীতিককে ইরান থেকে বহিষ্কার করা হয়েছে। আইআরইবি-এর খবরে আরও বলা হয়, জাইলস হুইটেকার নামের ব্রিটিশ কূটনীতিককে ইরানের কেন্দ্রস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বহিষ্কার করা হয়। ব্রিটিশ কূটনীতিক হুইটেকারের বিরুদ্ধে ইরানে গোয়েন্দা অভিযান পরিচালনার অভিযোগ আনা হয়। হুইটেকার ২০১৮ সাল থেকে ইরানের রাজধানী তেহরানে ব্রিটিশ মিশনের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের একজন সাংবাদিক বলেন, কূটনীতিক (হুইটেকার) তার পরিবারের সঙ্গে পর্যটক ছদ্মবেশে শাহদাদ মরুভূমিতে গিয়েছিলেন। ভিডিওতে দেখায গেছে, ওই ব্যক্তি ছবি তোলেন… একটি নিষিদ্ধ এলাকায়, যেখানে সে সময় সামরিক মহড়া চলছিল।

রাষ্ট্রিয় টেলিভিশন জানায়, তাকে ‘ক্ষমা চাওয়ার পর এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে।’ তবে ফার্স এজেন্সি জানায়, ‘ক্ষমা চাওয়ার পর তাকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।’

ইরানে ঠিক কতজন বিদেশি কূটনীতিককে গ্রেপ্তার করা হয়েছে, কবে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জাতীয়তা কী প্রভৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিক স্পষ্ট করা হয়নি।

এর আগে গত ২১ মে ইসরাইলি গোয়েন্দা সংস্থার এক সদস্যকে গ্রেপ্তার করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। তবে ওই গোয়েন্দার পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তখন আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর গোয়েন্দা পরিষেবার নির্দেশনায়, ইরানে ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি চুরি ও ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে ইসরাইল। এছাড়া অপহরণ এবং একাধিক স্বীকারোক্তিও আদায় করে তারা। 

Share.