আইটি ডেস্ক: রমজান মাসের কেনাকাটার সুবিধা দিতে মেলার আয়োজন করেছে আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ। প্রতিষ্ঠানটি প্রথমবারের মত আয়োজন করেছে ডিমার্ট মেলা। অনলাইন এ ক্যাম্পেইন চলবে ২ মে পর্যন্ত।
ক্যাম্পেইনে রোজার নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে আকর্ষণীয় দামে। এর মধ্যে রয়েছে গ্রোসারি, মেডিসিন, মাদার অ্যান্ড বেবি ও হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরির পণ্য।
ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ ডিমার্ট মেলা ভাউচার। “DMARTMELA” ভাউচার কোড ব্যবহারে ২৫০০ টাকার কেনাকাটা করলেই গ্রাহকরা পাবেন ২০০ টাকা মূল্যছাড়। এছাড়া সারা দেশে ডেলিভারি চার্জ ৩০ টাকা।
ডিমার্ট মেলায় গ্রোসারি ক্যাটাগরির মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, ময়দা, সুজি, নুডুলস, মিল্ক পাউডার, ঘি, মাখন, চা, কফি, চিনি, বিস্কুট, গুঁড়া মসলা, চানাচুর, তেল, চিপস, সিরিয়াল মিল, সফট ড্রিঙ্কস। আরও রয়েছে নানা ধরণের টয়লেট ক্লিনিং প্রোডাক্ট।
মাদার অ্যান্ড বেবি প্রোডাক্টের মধ্যে রয়েছে শিশুদের ডায়পার, ওয়েট টিস্যু, সেরেলাক ও ফর্মুলা ফুড।
হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টের মধ্যে রয়েছে শ্যাম্পু, বার সোপ, হেয়ার অয়েল, টুথপেস্ট, স্যানিটারি প্যাড, লোশন, ক্রিম, হ্যান্ডওয়াশ, বডিস্প্রে ইত্যাদি।
এছাড়া দারাজে সোর্সকো লিমিটেডের অধীনে প্রথবারের মত চালু করা হয়েছে ডিফার্মা (মেডিসিন ক্যাটেগরি)। এখানে রয়েছে প্যারাসিটামল, ভিটামিন সাপ্লিমেন্টস, স্যালাইন, জন্ম নিরোধক, নেবুলাইজার, ব্লাড প্রেশার মেশিন, ডায়াবেটিক মেশিন, থার্মোমিটার সহ নানা প্রয়োজনীয় ঔষধ সামগ্রী।
দারাজের ওয়েবসাইট daraz.com.bd।