‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ পেল আহমেদ ফুড প্রোডাক্টস

0

হমেদ ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান হিসেবে ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’-এ প্রথম স্থান অর্জন করেছে।

আহমেদ ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদ সম্মানজনক এ পুরস্কারটি মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি-এর কাছ থেকে গ্রহণ করেন।

শিল্প মন্ত্রণালয় প্রদত্ত এ পুরস্কারের ক্ষুদ্র শিল্প ক্যাটাগরির (উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষতা) জন্য ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ অর্জন করলো আহমেদ ফুড প্রোডাক্টস, যা তাদের অব্যাহত উৎপাদনশীলতা ও পণ্যের মানোন্নয়নে উত্তরোত্তর সাফল্যের স্বীকৃতি।

সরকারের শিল্পমন্ত্রণালয় ২৬টি শিল্পপ্রতিষ্ঠানকে জাতীয় উৎপাদনশীলতা ও মান উৎকর্ষ পুরস্কার ২০২০ দিয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি গত ২৯ মে রাজধানীর প্যানপ্যসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)।

মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাননীয় শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

অনুষ্ঠানে আহমেদ ফুড প্রোডাক্টসের ম্যানেজিং ডিরেক্টর মিনহাজ আহমেদ ও ডেপুটি ম্যানেজার নাজমুল হক (মার্কেটিং অপারেশন) এবং প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই শিল্প প্রতিষ্ঠানের মান ব্যবস্থাপনার প্রতি দৃঢ় অঙ্গীকারের একটি প্রতিফলন এ পুরস্কার অর্জন।এই আনন্দঘন মুহূর্তে শিল্প মন্ত্রণালয় ও আহমেদ ফুড প্রোডাক্টসের সব ক্রেতা, অংশীদার ও শুভাকাঙ্ক্ষীদের তাদের নিরন্তর আস্থা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, আহমেদ ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড রপ্তানীমুখী তৈরি কৃষি প্রক্রিয়াজতকরণ পণ্য হিসেবে বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এক যুগ ধরে আহমেদ ফুড বিশ্ব দরবারে বাংলাদেশকে উপস্থাপন করছে তার পণ্যের গুনগতমান বজায় রেখে।

কোভিড-১৯ মহামারিতে যেখানে বেশির ভাগ কোম্পানির প্রবৃদ্ধি ও সম্ভাবনা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, আহমেদ ফুড তার ব্যবস্থাপনা পরিচালকের তত্ত্বাবধানে নতুন ব্যবসায়িক কৌশল নিচ্ছে। স্থানীয় বাজারে নেতৃত্ব দেয়া ও বিশ্ব বাজারে ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্য নিয়ে মিনহাজ আহমেদ নিরলস কাজ করছেন। 

Share.