বন্ড ছাড়বে শাহজালাল ইসলামী ব্যাংক

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার ‘এসজেআইবিএল থার্ড মুদারাবা সাব অর্ডিনেটেড বন্ড’ ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ব্যাংকটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সাত বছর মেয়াদি নন-কনভার্টেবল আনসিকিউরড ফুল্লি-রিডম্বেল ফ্লোটিং রেট ‘এসজিআইবিএল তৃতীয় মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড’ ইস্যু করবে।

এর মাধ্যমে কোম্পানিটি ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি।

মূলত ব্যাসেল থ্রি-এর অধীন টায়ার টু মূলধন শক্তিশালীকরণের জন্য এই বন্ড ইস্যু করবে ব্যাংকটি। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই বন্ড ইস্যু করতে পারবে শাহজালাল ইসলামী ব্যাংক। 

Share.