আজ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে গ্রিস ও সুইজারল্যান্ড

0

আজ থেকে গ্রিস ও সুইজারল্যান্ড ভ্রমণ বিষয়ে কোভিড-১৯–এর নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়ার ঘোষণা দিয়েছে।

গ্রিক স্বাস্থ্যমন্ত্রী থানোস প্লেভরিস বলেন, গ্রিস আর আগত ভ্রমণকারীদের জন্য প্রবেশের নিয়ম প্রয়োগ করবে না।

তিনি বলেন, ইইউ বা তৃতীয় দেশ থেকে গ্রিসে কেউ এলে বৈধ টিকা সনদ বা করোনার পরীক্ষার সনদ উপস্থাপন করতে হবে না।

একইভাবে সুইস কর্তৃপক্ষ ঘোষণা করেছে, সারাবিশ্ব থেকে ভ্রমণকারীরা শিগগির কোনো প্রবেশ নিয়ম অনুসরণ না করেই সুইজারল্যান্ডে আসতে পারবেন।

সুইজারল্যান্ডের স্টেট সেক্রেটারিয়েট ফর মাইগ্রেশন কর্তৃপক্ষ বলেছে, ভ্রমণকারীদের সুইজারল্যান্ডে আগমনের পর আর কোনো কোভিড-১৯ প্রমাণ সরবরাহ করতে হবে না।

২ মে থেকে আগত ভ্রমণকারীদের কেবল অন্যান্য সীমান্ত নিয়ম অনুসরণ করতে হবে। যেমন একটি বৈধ পাসপোর্ট বা ভিসা থাকা।

ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের তথ্য অনুসারে, গ্রিস ২১ এপ্রিল পর্যন্ত মোট ২০ কোটি ৭ লাখ ২৬ হাজার ৮৬৬ করোনার টিকা দিয়েছে। প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮১ দশমিক ৯ শতাংশ দুই ডোজ টিকা নিয়েছেন। ৬৪ দশমিক ৬ শতাংশ নাগরিক গ্রহণ করেছেন একটি অতিরিক্ত টিকার ডোজ।

সুইস পাবলিক হেলথের তথ্য অনুসারে, সুইজারল্যান্ড ১৯ এপ্রিল পর্যন্ত ১৫ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৪৬ ডোজ টিকা দিয়েছে। মোট জনসংখ্যার মধ্যে ৬৯ দশমিক ১ শতাংশ দুই ডোজ টিকা নিয়েছেন। মাত্র ৪২ দশমিক ৮ শতাংশ একটি বুস্টার ডোজ পেয়েছেন। 

Share.