ন্যাশনাল পলিমারের ৩০০ কোটি বন্ড অনুমোদন

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমারের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানান।

ন্যাশনাল পলিমার ৩০০ কোটি টাকার ট্রান্সফারেবল, অবসায়ন যোগ্য, নন-কনভার্টেবল, আনসিকিউরড জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। বন্ডটির প্রতি ইউনিটের ইস্যু মূল্য এক হাজার টাকা।

ইল্ড টু ম্যাচিউরিটি হার আট শতাংশ। এ বন্ড ইস্যুর মাধ্যমে ন্যাশনাল পলিমার ঋণ পুনঃঅর্থায়ন সম্পন্ন করার পর মূলধনি যন্ত্রপাতি ও বিল্ডিং এবং অবকাঠামো নির্মাণ করবে।

বন্ডটির ন্যূনতম সাবস্ক্রিপশন তিন হাজার টাকা। এর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড এবং অ্যারেঞ্জার ও উপদেষ্টা হিসেবে কাজ করছে ইনভেস্টর ক্যাপিটাল লিমিটেড। বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

কোম্পানিটির পরিচালকদের ব্যক্তিগত নিশ্চয়তা দেয়ার শর্তে কমিশন এ জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে।

Share.