পুঁজিবাজার ডেস্ক: করোনাভাইরাসজনিত সংকট কাটিয়ে উঠতে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থের বিনিয়োগের সুযোগসহ অর্থমন্ত্রীর কাছে ছয়টি প্রস্তাব করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে ডিবিএর সভাপতি শরীফ আনোয়ার হোসেন সই করা এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বিরাজমান মন্দার কারণে পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এছাড়া কোভিড-১৯ এর ফলে দেশের অন্য সব ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শেয়ারবাজারেও এর বিরূপ প্রভাব পড়েছে। এমন পরিস্থিতি বিবেচনায় পুঁজিবাজারকে সচল ও গতিশীল রাখতে ডিবিএ এ প্রস্তাব দিয়েছে।
প্রস্তাবগুলো হচ্ছে- ব্রোকারেজ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় আর্থিক সহায়তা করা। এক্ষেত্রে ব্রোকারদের অফিস পরিচালন ব্যয় ভার (অফিস ভাড়া, কর্মকর্তা-কর্মচারির বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি) মিটিয়ে সব কার্যক্রম সচল রাখার জন্যে আর্থিক সহায়তা প্রয়োজন।
ব্রোকারদের অফিস কার্যক্রম সচল রাখতে প্রাতিষ্ঠানিক অস্তিত্ব টিকিয়ে রেখে বিনিয়োগকারীদের মাঝে উন্নত বিনিয়োগ সেবা ও সুবিধা দিয়ে বিনিয়োগে আগ্রহী করার লক্ষ্যে শেয়ার লেনদেনের উপর ব্রোকারদের দেয়া অগ্রিম আয়কর ০.০৫% থেকে কমিয়ে ০.০১৫% করার প্রস্তাব রাখা হয়েছে।
একইভাবে বিদ্যমান মার্জিন সুবিধাভোগী বিনিয়োগকারীদের জন্য পুন:বিনিয়োগের ব্যবস্থা করার করার প্রস্তাব রাখা হয়েছে। ডিবিএর দেয়া প্রস্তাবে মার্জিন একাউন্টে লোনের বিপরীতে আরোপিত সুদ ১ বছরের জন্য স্থগিত করার বিষয়টি ওঠে এসেছে।
প্রস্তাবে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। উক্ত অর্থ ১:১ ভিত্তিতে বন্ড মার্কেট ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করা হবে।
অন্য প্রস্তাবটি হচ্ছে, ব্রোকারদের দেয়া সিডিবিএল ফি ও চার্জ থেকে পূর্ণ অব্যাহতি।